রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত জের ধরে বড় ভাই মোঃ মাসুম হাওলাদারের বসতবাড়িতে হামলা করে মালামাল লুট করেছে ছোট ভাই নাহিম হাওলাদার।
বৃহস্পতিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৫ নং মকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এবং তারা ওই গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে।
মোঃ মাসুম হাওলাদার অভিযোগ করে বলেন, আমার১৮ শতাংশ, তার ছোট ভাই নাহিম হাওলাদারের ১৮ শতাংশ জমি রয়েছে। আমার ছোট ভাইয়ের ১৮ শতাংশ নাল জমি বিক্রি করে এখন আমার বাড়ির ১৮ জমি দখল করতে পাঁয়তারা চালাচ্ছে। ঘটনার দিন রাত আনুমানিক ৮ টায় আমার ছোট ভাই নাহিম হাওলাদার ১২/১৩ জন লোকজন ভাড়া করে নিয়ে এসে আমার উপর হামলা চালায়, আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আমার প্রাণ রক্ষা পায়, এ সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে ঘরের মালামাল লুটপট করে নিয়ে যায়। এবং পরবর্তীতে ঘরবাড়ি না ছাড়লে আমাদের প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় সঠিক তদন্ত করে বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত নাহিম হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হইবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply