রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বিকাল ৫ টায় পর্যটন ইউথ ইন কুয়াকাটায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা পৌরসভার আমীর মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামাতে ইসলামী
তিনি বলেন, আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুঁটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ,দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথিঃ অধ্যাপক মুহাম্মদ শাহ আলম সদস্য, কেন্দ্রীয় মজলিশে শুরা, আমীর পটুয়াখালী জেলা, অধ্যক্ষ আ: সালাম, সদস্য কেন্দ্রীয় মজলিশে শুরা ও নায়েব আমীর পটুয়াখালী জেলা বাংলাদেশ জামাতে ইসলামী, এ্যাড নাজমুল আহসান, নায়েব আমীর পটুয়াখালী জেলা, বাংলাদেশ জামাতে ইসলামী, অধ্যাপক এ বি এম সাইফুল্লাহ সেক্রেটারি পটুয়াখালী জেলা বাংলাদেশ জামাতে ইসলামী, মাওলানা আবদুল কাইউম, আমীর কলাপাড়া উপজেলা, বাংলাদেশ জামাতে ইসলামী প্রমুখ।
এসময় বক্তারা আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য। সম্মেলন সঞ্চালনায় ছিলেন কলাপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোর্শেদুল আলম।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply