রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন খান সেচ্ছাসেবী সংগঠনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ডিএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম মুন্সি নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) হাজীপুর চৌরাস্তা শহীদ আলাউদ্দিন খাঁন সেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। এতে সভাপতি পদে মেসরাত খান রাজু ২০ ভোট ও ডিএম নজরুল ইসলাম ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মাহি ইসলাম সানি ৩০ ভোট ও আনিসুল ইসলাম মুন্সি ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোঃ রাজু সিকদার। এ ছাড়াও দায়িত্বপালন করেন সহকারী প্রিজাইডিং অফিসার সামিউল ইসলাম, প্রিজাইডিং অফিসার তন্ময় ইসলাম সাব্বির, পোলিং অফিসার মোঃ রাকিবুল ইসলাম খান।
অন্যদিকে ডিএম নজরুল ইসলাম সভাপতি ও মোঃ আনিসুল ইসলাম মুন্সি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম পরিবার, কলাপাড়া সাংবাদিক ফোরাম, স্বেচ্ছাসেবক সংগঠন আমরা কলাপাড়াবাসী এর নেতৃবৃন্দ এবং কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply