রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতি লিঃ এর সদস্যদের সাথে ১৯ অক্টোবর শনিবার সন্ধায় বিএনপি সভাপতির কার্যালয়ে ব্যবসায়ীদের সমস্যা নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা ওপৌর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌহার্দ্য সম্প্রীতির সেতুবন্ধনে অনিয়ম দুর্নীতি দখলবাজ মুক্ত কলাপাড়া বিনির্মানে নন্দিত সাবেক সফল মেয়র,শান্তিপ্রিয় কলাপাড়াবাসীর নিরাপদ আস্থার ঠিকানা, সৎ সাহসী নির্মোহ ব্যক্তিক্ত কর্মীবান্ধব হাজী হুমায়ুন সিকদার সকলের ঐক্যবদ্ধতায় পুরানো অনাচার অবিচার ক্ষমতার অপব্যবহার তিক্ততা সব কিছু ভুলে গিয়ে নুতনের আবাহনে কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে সৌহার্দ্য সম্প্রীতির কলাপাড়া বিনির্মানে ব্যবসায়ীদের সকল সমস্যা নিরসনে সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন হাজী হুমায়ুন সিকদার।
০৫ আগস্ট পরবর্তী সময় থেকে এ পর্যন্ত ব্যবসায়ীরা সার্বিক নিরাপত্তায় ব্যবসা বানিজ্য চালিয়ে আসার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার সহ উপজেলা ও পৌর বিএনপির প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে সাধুবাদ জানায়। ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বিষদ আলোচনা হয়।
ব্যবসায়ীদের ডিসিআর সমস্যা, পৌর শহরে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তায় চারটি টিউবয়েল নির্মানের সমস্যা সহ ব্যবসায়ী সমিতি ২০ লাখ টাকা ভবন নির্মানকালীন দেনার কথা জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের পাশে থেকে তাদের সকল সমস্যা নিরসনে বিএনপি উপজেলা সভাপতি হাজী হুমায়ুন সিকদার সহ নেতৃবৃন্দ সমাধানের আশ্বাস দেয়ায় হতাশ ব্যবসায়ীরা আশ্বস্ত হয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্সী, বিএনপি উপজেলা সাধারন সম্পাদক অ্যাড.হাফিজুর রহমান চুন্নু তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড.খোন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, উপজেলা মৎস্যজীবী দল সাধারন সম্পাদক ফখরুল আলম,পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল প্রমুখ।
ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সহ সভাপতি কাবুল,সহ সাধারন সম্পাদক রেহান, সৈয়দ রাসেল, উপজেলা ছাত্রদল সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিনুল ইসলাম ফাহিম প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply