শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ উৎসব মুখর পরিবেশে চলছে মহিপুর আলীপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারনা। শনিবার ২১ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরামহীন ভোট গ্রহন চলবে। ৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদে বিভিন্ন পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন এতে ৬০৪ জন ভোটার ভোট প্রদান করবেন। মালিক সমিতির কার্যালয়ে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রচন্ড শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। সমগ্র মহিপুর ইউনিয়নে চলছে নির্বাচনী আমেজ। এই সময়ে ভোট জরিপে সভাপতি পদে অটোরিক্সা প্রতিকের প্রার্থী আ. ছালাম সরদার এগিয়ে রয়েছেন। সভাপতি পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
মহিপুর-আলীপুর মৎস্য হ্যান্ডলিং ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশন প্রধান মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলু গাজী, সহকারী হিসেবে রয়েছেন মো. সোহাগ হাওলাদার ও জাহিদুল ইসলাম।
এই বিষয় অটোরিক্সা প্রতিকের সভাপতি প্রার্থী আ. ছালাম সরদার বলেন, এ সংগঠন আমি প্রতিষ্ঠা করেছি। সাধারন শ্রমিকরা যাতে তাদের ন্যায্য অধিকার পেতে পারে তার জন্য মালিক সমিতির কাছে জোড়ালো দাবি আমার। এর আগে দীর্ঘ দিন নির্বাচনে আসিনাই, শেষ বয়সে সাধারন শ্রমিকের পাশে দাড়ানোর জন্য শেষ নির্বাচন করতে এসেছি। আমি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম সব সময় শ্রমিকদের পাশে থেকেছি। এবার আমি জয় যুক্ত হলে জীবনের শেষ সময়টুকো সাধারন শ্রমিকদের কাধে কাধ মিলিয়ে তাদের জন্য কাজ করতে চাই। শ্রমিকদের ভালোবসায় জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
তার ছোট জামাই মোঃ রিপন সরদার বলেন, আমার শ্বশুর সালাম সরদার মহিপুর আলীপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, এবারের নির্বাচনে তিনি জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, আমি মহিপুর আলীপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সকল সম্মানিত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply