
আমতলী প্রতিনিধিঃ
অধিক মূলে চাল বিক্রির অভিযোগে চার চাল ব্যাবসায়ীকে ৩১ হাজার টাকা অর্থদন্ত করা হয়েছে। শনিবার রাতে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন এ অর্থদন্ড করেন।
জানাগেছে, করোনা ভাইরাসকে পুঁজি করে আমতলীর অসাধু ব্যাবসায়ী অধিক মূল্যে ভোগ্যপন্য বিক্রি শুরু করে। অধিম মূল্যে পন্য বিক্রি রোধে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন অভিযান পরিচালনা করেন। শনিবার রাতে আমতলী পৌর শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের ২০০৯এর ৩৭ ও ৫৩ ধারায় চাল ব্যবসায়ী অমল কৃষ্ণ কুন্ডুকে দশ হাজার , শ্যামল কৃষ্ণ কুন্ডুকে দশ হাজার, সোবাহান মিয়াকে আট হাজার ও নতুন বাজার বাঁধঘাট এলাকার প্রশান্ত কুন্ডুকে তিন হাজার টাকা অর্থদন্ড করেছেন।
আমতলী উপজেলা ভ্রাম্যমাল আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন বলেন, ভোক্তা অধিকার আইনের ২০০৯এর ৩৭ ও ৫৩ ধারায় চার চাল ব্যাবসায়ীকে ৩১ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
Leave a Reply