আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলার দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মহিষডাঙ্গার এমসিকে ইটভাটার মালিক আব্দুস সোবাহান কাজী ও মরিচবুনিয়া এলাকার টিএএ ইটভাটার ম্যানেজার চুন্নু আকনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ইটভাটা দুটি গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত ও র্যাবের যৌথ টিম। সোমবার (২৩ মার্চ) দুপুরে বরিশাল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হালিম এ আদেশ দেন।
জানাগেছে, উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এমসিকে ও মরিচবুনিয়া গ্রামে টিএএ দুটি অবৈধ ড্রাম চিমনি ইটভাটাতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কাঠ দিয়ে ইট পুড়ে আসছিল। সোমবার দুপুরে বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম অভিযান চালিয়ে ইটপ্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) এর ৪ ধারা মতে এমসিকে ইটভাটার মালিক মোঃ আব্দুস সোবাহান কাজী ও টিএএ ইটভাটার ম্যানেজার চুন্নু আকনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডে আদেশ দিয়েছেন এবং একই সাথে ওই ইটভাটা দুটিকে গুড়িয়ে দেয়া হয়েছে।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হালিম জানান, ইটপ্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) এর ৪ ধারা মতে এমসিকে এইটভাটার মালিক মোঃ আব্দুস সোবাহান কাজী ও টিএএ ইটভাটার ম্যানেজার চুন্নু আকনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে এবং একই সাথে ওই ইটভাটা দুটিকে গুড়িয়ে দেয়া হয়।
Leave a Reply