
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলামের উদ্যোগে পৌর শহর ও চাওড়া ইউনিয়নের দুই’শ হতদরিদ্র কর্মহীন ও রিক্সা চালকের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সামাজিক সুরক্ষা বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার অন্তত ত্রিশ হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ হতদরিদ্র শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে দুই’শ পরিবারকে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলামের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন করা হয়। করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে আমতলী পৌরসভা ও চাওড়া ইউনিয়নের শ্রমজীবি প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি পিয়াজ ও সাবান বিতরন করেন। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহম্মেদ ত্বোহা, জহিরুল ইসলাম ফাগুন, ইয়ামিন হাওলাদার ও রাহাত মৃধা প্রমুখ।
Leave a Reply