আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাস সন্দেহে একজন সিঙ্গাপুর প্রবাসী ও একজন রিক্সা চালকের ছেলে। চিকিৎসকরা ঢাকা রোগতত্ত¡ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) নির্দেশনা অনুসারে উপজেলা মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন।
বৃহস্পতিবার রাতে, তাদের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করে ওই দুই বাড়ির বাসিন্দাদের হোম-কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইদ হোসেন সোহাগ এবং ডাঃ ফাইজুর রহমান বলেন, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে একটি শিশু এবং এক সিঙ্গাপুর প্রবাসীর নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত¡ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ওই দুইজনের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিঞা বলেন, ঢাকায় নমুনা পাঠানো রির্পোটের উপর ভিত্তি করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply