বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৯:৫১ অপরাহ্ন
পটুয়াখালী:
পটুয়াখালীতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও গলাচিপা উপজেলায় হঠাৎ বজ্রসহ বৃস্টিপাত শুরু হলে তারা নিহত হন বলে স্ব স্ব উপজেলা প্রশাসন ও এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুর ২টার দিকে হঠাৎ ঝড়োবৃস্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় মির্জাগঞ্জের বাজিতা গ্রামের কৃষক হাবিব হাওলাদার (৫২) মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। গরু আনতে মাঠে গিয়ে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে বজ্রপাতে নিহত হন মাদ্রাসা ছাত্রজোবায়ের ইসলাম।
অপরদিকে পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, দুপুরে পটুয়াখালী সদর উপজেলার খলিসাখালীতে আলমগীর তালুকদার (৪০) রিক্সা চালিয়ে বাড়ী ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন।
এছাড়াও জেলার বিভিন্নস্থানে কিছু গাছপালা ও ঘরবাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply