আমতলী প্রতিনিধিঃ
লকডাউনে মানুষের দুর্ভোগ লাঘবে আমতলী উপজেলা শহরে বসেছে সামাজিক দুরত্বের বাজার। সরকারী নির্দেশনা মতে প্রত্যেকদিন বাজার বসবে বলে নিশ্চিত করেছেন ইউএনও মনিরা পারভীন। বাজার বসায় উপজেলার মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
জানাগেছে, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় গত শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে লকডাউন ঘোষনা করেছেন। লকডাউন ঘোষনার সাথে সাথে সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এতে খাদ্য সঙ্কটসহ বিভিন্ন সমস্যায় পড়ে উপজেলার প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ।
মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও পৌর মেয়র মতিয়ার রহমান সরকারী নির্দেশনা মতে যৌথভাবে সামাজিক দুরত্বের বাজার বসানোর উদ্যোগ নেন। তাদের উদ্যোগের ফলে আমতলী সরকারী কলেজ মাঠ ও আমতলী একে মডেল সরকারী হাই স্কুল মাঠে সোমবার বাজার বসেছে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারী নির্দেশনা মতে উপজেলা শহরের এ সামাজিক দুরত্বের বাজার চলমান থাকবে।
খোজ নিয়ে জানাগেছে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজির দোকান ও মাছের বাজার বসেছে। মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে সাাছন্দে বাজার করে নিয়ে যাচ্ছেন।
ক্রেতা কাজী হাসান বলেন, লকডাউনের মধ্যে মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র চমৎকার সিধান্ত নিয়েছেন। বাজার না বসলে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হত। এখন কিছুটা হলেও মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, লকডাউনে মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে বাজার বসানোর সিধান্ত নিয়েছি। এতে মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমেছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সরকারী নির্দেশনা অনুসারে আমতলী সরকারী কলেজ ও একে স্কুল মাঠে সামাজিক দুরত্বের বাজার বসানো হয়েছে। লকডাউনে মানুষের দুর্ভোগ লাঘবে এ বাজার বসানো হয়েছে।
Leave a Reply