শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে বাহির থেকে আসা ৩০কেজির ১৪শ’ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এঘটনায় দু’জনকে আটক করা হয়।
গতকাল (মঙ্গলবার) গভীর রাতে উপজেলার বগা বন্দরে এঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানান, বরিশালের হিজলা থেকে আসা খাদ্য অধিদপ্তরের সিলকৃত বিপুল পরিমান চাল বগা বন্দর সংলগ্ন উত্তর পাশের খালে নোঙ্গর করা একটি ট্রলার থেকে চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদারের গোডাউনে নিয়ে যাচ্ছিল। এসময় অভিযান চালিয়ে আনুমানিক প্রায় ৪২মে.টন চালসহ দুজনকে আটক করা হয়।
আটকৃতদের মধ্যে একজন মোহতাহার হাওলাদারের চেলে মো. শাহজাহান (৩২) অপরজন ট্রলার চালক জয়নাল চৌকিদার (৬০)।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান,’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, বাহির থেকে আসা প্রায় ৪২ টন চাল সরকারি’সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply