আমতলীতে ধানের দাম কম থাকায় হতাশ কৃষকরা | আপন নিউজ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী সদর ইউপি নির্বাচনে শেষ সময়ে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা; জরিপে এগিয়ে মোতাহার আমতলী একে স্কুল মহাসড়ক থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ কলাপাড়ায় দূর্যোগ সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কলাপাড়ায় ট্রাক কেনার কথা বলে আপন ভাতিজীর টাকা নিয়ে উধাও আপন চাচা জমে উঠেছে আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন; তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমতলীতে ডায়েরীয়ার প্রকোপ, স্যালাইন সংঙ্কট স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনের বেডে ৩১ জনের চিকিৎসা! কলাপাড়ায় ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ গলাচিপায় ডায়রিয়ার প্রকোপ, শিশুর মৃ’ত্যু কলাপাড়ায় জমিসংক্রান্ত বিষয় সালিশি বৈঠক শেষে হামলা; তিনজনকে কু’পি’য়ে জ’খ’ম কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মা-ছেলে ও ছেলের বউকে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ
আমতলীতে ধানের দাম কম থাকায় হতাশ কৃষকরা

আমতলীতে ধানের দাম কম থাকায় হতাশ কৃষকরা

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হওয়ায় আশাবাদী হলোও বাজারে ধানের দাম কম থাকায় হতাশ কৃষকরা। কৃষকরা জানান, ধানের দাম কম থাকায় লাভবান হওয়ায় সম্ভবনা নেই। একর প্রতি গুনতে হবে ৩-৪ হাজার টাকা লোকসান। সরকারীভাবে প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবী জানিয়েছেন তারা। সরকার কৃষকদের কাছ থেকে যে পরিমান ধান ক্রয় করবে তাতে বাজারে এর কোন প্রভাব ফেলবে না বলে জানান ধান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এ বছর আমতলীতে আমন চাষের লক্ষমাত্রা ধরা হয়েছিল ২৩ হাজার ৪৬০ হেক্টর। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের ১১ হাজার ৯৬০ হেক্টর আর স্থানীয় জাতের ১১ হাজার ৫০০ হেক্টর। এক হেক্টর জমিতে উৎপাদনের লক্ষমাত্রা গড়ে পৌনে চার মেট্রিক টন। এ লক্ষমাত্রা অর্জিত হবে বলে জানান কৃষি অফিসার সিএম রেজাউল করিম। পৌষ মাসের শুরু থেকে কৃষকরা পুরোদমে ধান কাটা শুরু করেছে। বর্তমানে তারা ধান কাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে আমতলীতে সরকারীভাবে ২৬ টাকা কেজি দরে ২ হাজার ৯১ মেট্রিক টন ধান ক্রয় করবে বলে জানান ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রবিন্দ্রনাথ বিশ্বাস। সরকারী হিসেবে প্রতিমণ ধান ১০৪০ টাকা হলেও বর্তমানে স্থানীয় বাজারে ওইধান প্রতিমণ বিআর-১১ ধান ৪৯০, বিআর- ২৩ ধান ৫২০ ও গুটি স্বর্ণ ধান ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ধানের দাম কম থাকায় হতাশ কৃষকরা। কৃষকরা জানান, এক একর জমিতে জমির দাম, শ্রমিক মজুরী, নিরানী, সার-ঔষধ ও লাঙ্গল খরচসহ উৎপাদন খরচ প্রায় ২০-২৫ হাজার টাকা। ওই জমিতে ধান উৎপাদন হবে প্রায় ৩৫-৪০ মণ। বাজারে প্রতিমণ ধান ৪৯০-৫২০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে ওই জমিতে আয় হবে ১৮-২০ হাজার টাকা। কৃষকরা আরও জানান, টাকা ও শ্রম বিনিয়োগ করে যা আয় হবে তা দিয়ে পোষায় না। এতে লোকসান গুনতে হবে। সরকারের নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারলে লাভবান হওয়া যেত। বাজারে সরকারী ভাবে ধান ক্রয় না করায় কৃষকরা ন্যায্য মুল্য পাচ্ছে না। ফরিয়ারা ইচ্ছা মাফিক মূল্যে ধান ক্রয় করছে। আর নিরুপায় হয়ে তাদের দামেই ধান বিক্রি করতে হচ্ছে বলে জানান কৃষকরা। কৃষকরা দ্রুত সরকারী ভাবে ধান ক্রয়ের দাবী জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, সরকার কৃষকদের কাছ থেকে যে পরিমান ধান ক্রয় করবে তাতে বাজারে এর কোন প্রভাব ফেলবে না। উত্তরা লের ফরিয়াদের ইচ্ছা মাফিক মূল্যেই কৃষকের ধান বিক্রি করতে হবে। এদিকে সরকার ও মিল মালিকরা ধান ক্রয় করছে না। এতে বাজারে ধানের দাম কম বলে জানান কৃষকরা।
মঙ্গলবার আমতলী বাঁধঘাট, তালুকদার বাজার, চুনাখালী, গাজীপুর বাজার ঘুরে দেখাগেছে, বাজারে ধানের দাম কম। প্রতিমণ বিআর-২৩ ধান ৪৯০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। এ সকল বাজারে সরকারী ভাবে কেউ ধান ক্রয় করছে না।
চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক আল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন “মুই আর জাগা চমু না। হারা বচ্চর কষ্ট হইর‌্যা চইয়্যা রইয়্যা লচ অয়। এ কাম আর হরুমু না”। মানেগোড্রে গোনে টাহা করজো আইন্না জমি চইছি অ্যাহন বাজারে ধানের যে দাম হ্যাতে মোর অনেক টাহা লচ অইবে”।
আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, এ বছর ১৩ একর জমিতে আমন ধানের চাষ করেছি। প্রতি একরে ২০ হাজার টাকা খরচ হয়েছে। ৫০ মণ ধান ৫০০ টাকা দরে বিক্রি করেছি। বাজারে ধানের দাম কম থাকায় লাভতো হবেই না বরং একর প্রতি তিন থেকে চার হাজার টাকা লোকসান গুনতে হবে।
তালতলীর চরপাড়া গ্রামের কৃষক হক মিয়া বলেন, এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বাজারে ধানের দাম কম থাকায় তেমন লাভবান হওয়ার সম্ভবনা নেই। উল্টো লোকসান গুনতে হবে।
আড়পাঙ্গাশিয়া গ্রামের আফজাল হোসেন শরীফ বলেন, পাঁচ একর জমিতে আমন ধান চাষ করেছি। ফলন ভালোই হয়েছে। কিন্তু বাজারে ধানের দাম কম। কৃষকদের লোকসানের হাত থেকে বাচাঁতে হলে দ্রæত সরকারীভাবে ধান ক্রয়ের দাবী জানাই।
আমতলী ধান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, মিল মালিকরা ধান ক্রয় করছে না। এতে বাজারে ধানের দাম কম। বাজারে বিআর-১১ ধান ৪৯০ টাকা, বিআর-২৩ ধান ৫২০ টাকা ও গুটি স্বর্ণা ধান ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, এ বছর আমন ধানের লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে। ধানের ফলনও ভালো। কিন্তু বাজারে ধানের দামটা বেশী থাকলে কৃষকরা লাভবান হতো। তিনি আরো বলেন, সরকারীভাবে ধান ক্রয় শুরু করলে বাজারে ধানের দাম বৃদ্ধি পাবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!