আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন উপলক্ষে সোমবার এনএসএস ট্রেনিং সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আমতলী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ রেজাউল করিম বাদলকে আহবায়ক ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সিকদারকে যুগ্ম আহবায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষা ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষে এ সমন্বয় পরিষদ গঠন করা হয়।
আমতলী সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন সভায় সভাপতিত্ব করেন। সমন্বয় পরিষদের অন্য সদস্যরা হলেন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন মোল্লা, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি পরিতোষ কর্মকার, সৈকত সংবাদ পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন হাওলাদার, বাসস প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জিএম মুছা, দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ হোসাইন আলী কাজী, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মোঃ জয়নুল আবেদীন, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি সৈয়দ নুহু-উল আলম নবিন, দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান সুমন আকন, দৈনিক খবরপত্র পত্রিকার তালতলী প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মোমেন নিজাম ও দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি মোঃ মহসিন মাতুব্বর।
Leave a Reply