রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাড. আফজাল হোসেন এবং শফিউল আলম চৌধুরী নাদেল। অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা, তথ্য ও গবেষণা সম্পাদক ড সেলিম মাহবুব, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সায়েম খান উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী পদে দায়িত্ব পেয়েছেন আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদরুদ্দিন আহমেদ কামরান, দিপঙ্কার তালুকদার, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, আক্তার জাহান (রাজশাহী) ডা. মুশফিক (হবিগঞ্জ), অ্যাড. রিয়াজুল কবির কাওসার, মেরিনা জামান কবিতা, পারভিন জামান কল্পনা, হোসনে আর লুৎফক ডালিয়া (রংপুর), অ্যাডভোকেট সফুরা খাতুন, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানী চিনু, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমেং আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা।
সাংগঠনিক সম্পাদক একজন, কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য, ধর্মবিষয়ক সম্পাদক এবং তিনটি সদস্য পদ বাকি রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply