গলাচিপায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দরিদ্র কৃষকদের লবন সহিষ্ণু ফসলেন বীজ, সার ও কীটনাশক বিতরণ কলাপাড়ায় দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার তালতলীতে এক বছরের সাজাপ্রাপ্ত আ সা মী গ্রে*প্তা*র কলাপাড়ায় প্রতিবন্ধী বোবা কে পি’টি’য়ে জ’খ’ম করেছে দুর্বৃত্তরা আমতলীর ২৫ হজার শিশু খাবে ভিটামিন “এ” ক্যাপসুল আমতলীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা আমতলীতে বিয়েতে বেড়াতে এসে ছিনতাই; গ্রেপ্তার-২; পিকআপ ও দেশীয় অস্ত্র জব্দ বাউফলে বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্রের লা*শ সেপটি ট্যাংক থেকে উ দ্ধা র কলাপাড়ায় জ্বালানি তেলবাহী ট্যাংকলরী’র চাপায় দুই জন গুরু*ত র আ*হ ত তালতলীতে মামলার স্বাক্ষীকে পি টি য়ে জ*খম
গলাচিপায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

গলাচিপায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

মো. নাসির উদ্দিন, গলাচিপাঃ

কালের কণ্ঠ শুভসংঘ গলাচিপা উপজেলা ও কলেজ শাখার উদ্যোগে বুধবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নারী ও শিশুর প্রতি নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচিতে শুভসংঘ উপজেলা কমিটির সভাপতি সবুজ কুমার পালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, শুভসংঘ উপজেলা কমিটির উপদেষ্টা ডাক্তার ফারজানা রশিদ শাম্মি। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কমিটির উপদেষ্টা আবু বাকার শিবলী, সাইমুন রহমান এলিট, সহসভাপতি শিব শংকর হাওলাদার, রাকিবুল হাসান রুসেল, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম, যুগ্ম সম্প্দক সাবিনা ইয়াসমিন, মিতু আক্তার, সাংগঠনিক সম্পাদক রাকিব খন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফ হাসান জুুয়েল, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম জাহান ইমা, সমাজ কল্যাণ সম্পাদক লিজামনি, কার্যকরী সদস্য প্রভাষক মো. হুমায়ুন কবির, কামরুল ইসলাম সোহেল, আশিষ কুÐ, মোস্তাফিজুর রহমান, মশিউর রহমান, জুয়েল, রাসেল, এসএম শাহিন আলম, শাহজালাল, গোলাম রাব্বানী, মো, রুবেল, বিএম শাহিন, শুভসংঘের কালেজ শাখার সভাপতি খালিদ ইবনে ওয়ালিদ, সাধারণ সম্পাদক ঋতু পাল সৈতি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য সুমাইয়া আলম জেরিন, শাওন মিয়া। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতির সভাপতি উমাইর হোসেন, সহসভাপতি রাতুল, সাধারণ তৌফিক, যুগ্ম সম্পাদক রিদান, সাংগঠনিক শাওন, দপ্তর সম্পাক তামিম, কোষাধ্যক্ষ সাইফ, ছাত্রকল্যাণ সম্পাদক রাতিন, সদস্য তানভির ইসলাম ও ইয়ান মাহমুদ প্রমুখ। বক্তারা ঘটে যাওয়া ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতন রোধে সামাজিক সচেতনা বৃদ্ধির ওপর তাগিদ দেন। এছাড়াও বিনা প্রয়োজনে শিশু-কিশোরদের ইন্টারনেট ব্যবহার সীমাবদ্ধতা নিশ্চিতের কথা বলেন। বক্তারা আরো বলেন, ধর্ষক কোন দলের নয়। এরা সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দলে আশ্রয় নেয় মাত্র। এদেরকে চিহ্নিত করার দাবি করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




বার্তা ও বাণিজ্যিক যোগাযোগঃ
সদর রােড (উকিলপট্টি) কলাপাড়া, পটুয়াখালী।
হটলাইনঃ +৮৮ ০১৭১৯৯৩৫৫০৮
বরিশাল অফিসঃ গনি ভবন, জর্ডন রোড বরিশাল।
হটলাইনঃ +৮৮ ০১৬১১৫৭৪৪১৫
মেইলঃ alomgirsikderkalapara@gmail.com

© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!