আমতলীতে তদন্ত কর্মকর্তার ৫০ হাজার টাকা ঘুস দাবীতে সংবাদ সম্মেলনে অভিযোগ | আপন নিউজ

রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজের দলে কোন জায়গা হবে না- প্রতিমন্ত্রী মহিববুর রহমান কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক সংলাপ গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ কলাপাড়ায় মুরগীসহ পালনের উপকরণ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক সংস্থা আমতলী সরকারী কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
আমতলীতে তদন্ত কর্মকর্তার ৫০ হাজার টাকা ঘুস দাবীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলীতে তদন্ত কর্মকর্তার ৫০ হাজার টাকা ঘুস দাবীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ বরগুনা দ্রুত বিচার আদালতের একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এস আই আলাউদ্দিন মামলার বাদী সোহেল রানার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার মামলার বাদী সোহেল রানা আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি আরো বলেন, তদন্ত কর্মকর্তার দাবীকৃত টাকা দিতে রাজি না হওয়ায় তিনি আসামীদের সঙ্গে আতাত করে তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে বিশ্বস্ত্র সুত্রে জানাগেছে। তিনি আরো বলেন, তদন্ত কর্মকর্তা স্বাক্ষীর জবানবন্দি খালী ফরমে (বøাঙ্ক) স্বাক্ষর নিয়েছেন। দ্রুত এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান সোহেল রানা।

লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, আমি বসবাসের জন্য আমার বাড়ীতে একটি দালান নির্মাণ করছি। ওই দালান নির্মাণকালে আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শাহীন হাওলাদার আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। ওই টাকা দিতে অস্বীকার করি আমি। এতে ক্ষুব্ধ হয় শাহীন। পরে গত ১৬ ফেব্রুয়ারী আমি ঘরের মালামাল আনতে পটুয়াখালী রওয়ারা দেই। ওই সময় সাবেক ইউপি সদস্য শাহীন হাওলাদার ও তার সহযোগী মাসুদ মৃধা, লিকন মৃধা, তোফাজ্জেল হাওলাদার ও নাফিজ আমাকে মারধর করে এবং আমার সঙ্গে থাকা তিন লক্ষ সাত হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে গাজীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসলে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে গত ২৮ ফেব্রুয়ারী সাবেক ইউপি সদস্য শাহীন হাওলাদারকে প্রধান আসামী করে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনের নামে বরগুনা আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন।

আদালতের বিচারক এসএম শরিয়ত উল্লাহ মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতে আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু মামলাটি এজাহার হিসেবে গন্য করে এসআই (নিরস্ত্র) আলাউদ্দিনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু তদন্ত কর্মকর্তা এস আই আউদ্দিন আমার কাছে ৫০ হাজার টাদা ঘুস দাবী করেন। আমি এ টাকা দিতে অস্বীকার করায় তিনি মামলার আসামীদের সঙ্গে আতাত করেন। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার করছে না। উল্টো মামলা তুলে না নিলে আসামী মাসুম মৃধা তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন, এস আই আলাউদ্দিন স্বাক্ষীর জবানবন্দীর খালি ফরমে (বøাঙ্ক) স্বাক্ষর নিয়েছেন। তদন্ত করলেই এর সত্যতা বেরিয়ে আসবে।

আমতলী থানার এসআই (নিরস্ত্র) আলাউদ্দিন ঘুস দাবীর কথা স্বীকার করে বলেন, আমি কোন ঘুস দাবী করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!