মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার ছয় হাজার সাত’শ চাষি পেলো বিনামুল্যে সার-বীজ ও নারিকেল গাছের চারা। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সার-বীজ ও চারা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খাঁন, নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা জুথি, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ড. আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উদ্যাণ) সিএম রেজাউল করিম, সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, বরগুনা জেলা বার সহ-সভাপতি অ্যাড. মহসিন মিয়া, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ ঈশার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, সোহেলী পারভীন মালা, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply