সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ প্রস্তুত ও কাঁচা দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
সেনা সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে কলাপাড়া আর্মি ক্যাম্পের অধীন দুটি পৃথক টহল দল উপজেলার দুটি ভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৬০ লিটার প্রস্তুত দেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
এছাড়া অভিযানে প্রায় ১ হাজার ৯০০ লিটার কাঁচা ও অপরিশোধিত দেশি মদ জব্দ করা হয়। এসব মদের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযান চলাকালে অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত কাঁচা ও অপরিশোধিত দেশি মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় অবৈধ মাদক ও নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply