মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ইয়াবা বিক্রির দায়ে মো. তারেক রহমান (২২) ও হাসান রানা (২৬) নামের দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টায় কলাপাড়া-কুয়াকাটা সড়কের আন্ধারমানিক নদীর সেতুর টোল পয়েন্টের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার পিস ইয়াবা জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় অভিযুক্তদের এ দণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ঘটনাস্থলেই পুড়িয়ে নষ্ট করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply