বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সৈয়দ রাসেলঃ কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন আজ ১ সেপ্টেম্বর রবিবার বিকাল তিন ঘটিকায় কলাপাড়ায় আগমন করবেন।
উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন শিকদার জানান, এ বি এম মোশাররফ হোসেন উপজেলা বিএনপি’র উদ্যোগে স্থানীয় কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন বালুর মাঠে গণ সংবর্ধনায় যোগ দিবেন। তাকে স্বাগত জানানোর জন্য দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণ প্রস্তুত।
কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন’র কলাপড়ায় আগমন বিষয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে গত পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে ভারত যাওয়ার পর এটাই আমাদের নেতার প্রথম কলাপাড়ায় সফর। আমাদের নেতার হাতকে শক্তিশালী করার জন্য কলাপাড়া উপজেলা বিএনপি তথা সকল জনগণ ঐক্যবদ্ধ।
উল্লেখ্য যে, এবি এম মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ছিলেন। পরে তিনি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ছাত্ররাজনীতির একেবারে শেষ সময় এসে ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০০৮ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১১৪ পটুয়াখালী ৪ কলাপাড়া-রাঙ্গাবালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply