বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ মহিপুর ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আছর নামাজ বাদ বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ মহিপুর থানা শাখার উদ্যোগ মৎস্য বন্দর আলীপুর-মহিপুর শিববাড়িয়া নদীর ব্রীজের উপর এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জমইয়াতে হিজবুল্লাহ মহিপুর থানা শাখার নভাপতি মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ থানা শাখার সিনিয়র সহ সভাপতি, মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল হান্নান আজাদ, হাফেজ মোঃ মুজিবুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অন্তর্র্বতী সরকার’র কাছে আহ্বান জানাচ্ছি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করায় ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত কুলাঙ্গার রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির ব্যবস্থা করতে হবে। তা না হলে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব।
অপর দিকে এ লক্ষে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে বেলা ১১টার দিকে প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply