শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

নয়নাভিরাম গাইন (নয়ন)।। কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধানের মন ৪০ কেজীতে নির্ধারণ,লাভজনক দাম,খাল স্লুইস দখল মুক্ত,ইজারা বাতিল,প্রতি ইউনিয়নে গোডাউন নির্মাণ,শস্য বীমা চালু,খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় সহ নানা দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি
কলাপাড়া উপজেলা শাখা মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ সমাবেশ করেছে। সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি কলাপাড়া উপজেলার সাধারন সম্পাদক ও কৃষক সমিতির সদস্য কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ন্যাশনাল আওমীপার্টি উপজেলা শাখার সভাপতি খান মতিউর রহমান,বাংলাদেশ কৃষক সমিতি উপজেলার সহ- সভাপতি মোঃ আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), চায়না শুোজি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এম বি বিএস ডিগ্রি সম্পন্ন ডাঃ ফাহাদ আবদুল্লাহ, কৃষক সমিতির সদস্য আমানউল্লাহ আমান, কৃষনেতা জুলফিকার আলী, কৃষক আঃ হক গাজী প্রমুখ।
প্রায় ২ ঘন্টাব্যাপী সমাবেশে বক্তারা ৪০ কেজীতে ধানের মন বাস্তয়ান, নতুন করে উপজেলার কোন খাল স্লুইচ ইজারা না দেয়া,ন্যায্যমুল্যে সার কীটনাশক বিক্রি নিশ্চিত,সরকারী গোডাউনে ঝামেলা মুক্ত ধানবিক্রি নিশ্চিত,সহজ শর্তে কৃষিঋণ প্রদান, কৃষি কার্ডের সুবিধা না পাওয়া সহ কৃষকদের নানা বঞ্চনার কথা তুলে ধরেন। তাই কৃষকের গুরুত্বপূর্ণ এ সকল বিষয় নজরে এনে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের প্রতি জোর দাবি জানয়েছেন বক্তারা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply