শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে জুলাই গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে টিয়াখালী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন শাখার আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলনের টিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মৌলভী মোঃ জসিম উদ্দিন (বশার) এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রাসেল সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পটুয়াখালী জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা নেছার উদ্দিন নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ মনির হোসেন, সহ সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট জেড এম কাওছার, মাও. নাঈমুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মোঃ জোবায়ের হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন সিকদার, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ আবু ইউসুফ আশরাফী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ নোমান সিদ্দিক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইব্রাহীম মৃধা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ টিয়াখালী শাখার ইউনিয়ন সভাপতি মোঃ মাহবুব আলম। গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply