শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় প্রান্তিক পর্যায়ের এক হাজার নারী কৃষককে জলবায়ু পরিবর্তনের মোকাবেলার জন্য মিশ্র ফসল চাষ, জৈব চাষ এবং জীববৈচিত্র সংরক্ষণের জন্য টেকসই কৃষিপদ্ধতির ওপর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে প্রান্তিক পর্যায়ের এক হাজার পরিবার জলবায়ু সহনশীল পরিবেশবান্ধব কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদন, মাটির উর্বরতা শক্তি ও জীববৈচিত্র রক্ষায় সক্ষমতা অর্জন করতে পারবে। এ জন্যে প্রত্যেক পরিবারকে কেঁচো সার উৎপাদন বাজারজাতকরণের জন্য পাঁচ হাজার ও বসতভিটায় স্থায়ীত্বশীল সবজি বাগান করতে তিন হাজার ৮৮৫ টাকা করে প্রদান করা হচ্ছে। এছাড়া ওই এক হাজার পরিবারের মধ্য থেকে ৫০০ পরিবারকে বন্ধু চুলা করতে আরও দুই হাজার, ২০ পরিবারকে গ্রামভিত্তিক বীজভান্ডার করতে ১২ হাজার, গ্রাম পর্যায়ে জলবায়ু সহনশীল ও অভিযোজনীয় পারিবারিক রান্নাঘর প্রদর্শনী বাগান করতে ২০ পরিবারকে ১৫ হাজার, গ্রামভিত্তিক ব্যবসায়ীক কেন্দ্র স্থাপনে ২০ পরিবারকে ২০ হাজার, বসতবাড়িতে জলবায়ু প্রশমন ও জীববৈচিত্র সংরক্ষণে ১২০ পরিবারকে ১২ হাজার টাকা করে প্রদান করা হবে। এছাড়া গৃহস্থলী কাজে ব্যবহারের নিরাপদ পানির জন্য দুই লাখ টাকা করে তিনটি পুকুর খনন করা হবে। উপজেলার লতাচাপলী ইউনিয়নের ১৩ ও মহিপুর ইউনিয়নের ৭ গ্রামের মধ্য থেকে বিপদাপন্ন এক হাজার নারী কৃষক পরিবার তাঁদের জীবনমানের উন্নয়নে এসব সুবিধার আওতায় আসছে। ইতোমধ্যে পরিবার বাছাই করন সম্পন্ন হয়েছে। আগামি দুই মাসের মধ্যে এসব কৃষক পরিবার সহায়তা পেতে শুরু করবে বলে নিশ্চত হওয়া গেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের একরাব প্রকল্পের উদ্যোগে দুই কোটি ৬৮ লাখ টাকা ৫৯ হাজার ৩০০ টাকা ব্যয় দরিদ্র এই নারী পরিবারকে টেকসই জীবীকায়নের উদ্যোগ নেওয়া হয়। এসব পরিবার আয়বর্ধণমূলক এমন সহায়তা পেলে দারিদ্র বিমোচনের দৃষ্টান্ত স্থাপন হবে বলে এ প্রকল্পের অবহিতকরণ সভায় নিশ্চিত করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের হলরুমে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, ইউপি চেয়ারম্যান হাজী ফজলু গাজী প্রমুখ বক্তব্য রাখেন। পাওয়ার পয়েন্টে বিষয়ভিত্তিক উপস্থাপন করেন, কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার জর্জ বৈরাগী। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কারিতাস মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply