শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সঙ্গে জড়িত প্রধান দুই কর্মকর্তার অপসারণ, গ্রেফতার ও একইসঙ্গে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ভুমি অধিগ্রহণের ৩গুন অর্থ প্রদানসহ ও শিক্ষিত যুবকদের আট দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৮ জানুয়ারি ) দুপুর ১২টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও পায়রা তাপবিদ্যুৎ নিয়ে চলমান আন্দোলনের প্রধান সমন্বয়ক রবিউল আউয়াল অন্তরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রেজাউল প্যাদা, জাকির সরদার, সিফাত, বনি আমিন, ইমাম প্যাদা, মোঃ আরিফ প্রমুখ।
সমাবেশে প্রধান সমন্বয়ক রবিউল আউয়াল অন্তর বলেন এই নিয়ে চলমান আন্দোলনে ৮ম বার প্রেসক্লাবে দাড়িয়েছে। এর আগে ২ দফায় সাংবাদিক সম্মেল ৩ দফায় মানববন্ধন, ৩ দফা অবস্থান কর্মসূচি করেছেন।
অন্যান্য বক্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সময় তাদের ৩গুন মূল্য, প্রতি পরিবার থেকে কর্মক্ষম একজনকে চাকরি দেওয়া সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখন পর্যন্ত তাদের এ প্রতিশ্রুতি পূরণ করেনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
তাই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় জড়িত ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা কে দুর্নীতির দায়ে গ্রেফতার, ভূমি অধিগ্রহণকৃত পরিবারকে তিন গুণ ক্ষতিপূরণের অর্থ প্রদান, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান, বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও দেশের সম্পদ চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন ও কমিটিতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের রাখাসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
যদি দাবি মানা না হয়, কঠোর থেকে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন আন্দোলনের নেতৃবৃন্দরা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply