শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় অটোরিকশার চাপায় নূর কারিম নামে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের চৌকিদার আবু হানিফ মোল্লার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। সে ইউনিয়নের লোন্দা গ্রামের মোঃ হানিফ চৌকিদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নুর কারিম তার পিতা ও মাতার সাথে বাড়ির সামনে পশ্চিমপাশে পাকা রাস্তায় বাহির হয়ে পিতা আবু হানিফ রাস্তার পশ্চিম পাশে থাকায় তার মায়ের থেকে বাবার কাছে যাবার জন্য দৌড় দিলে পূর্ব দিক থেকে আসা অটোরিকশায় ধাক্কা দেয়, এতে নূর কারিম ছিটকে অটোর নিচে পড়ে যায়, পরে তার সাথে থাকা মা ও বাবা মিলে ছেলে কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল যাওয়ার পথে শাখারিয়া নামক স্থানে পৌঁছেলে সে মারা যায়।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতের পিতা বলেছে আমার সামনে থেকে দৌড় দিয়ে এ দুর্ঘটনা ঘটেছে, তার জন্য তার কোন অভিযোগ নেই।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply