শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯জন নেতা কর্মীদের আটক করেছে যৌথবাহিনী। গত দুই দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মহিপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুন হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মো. রফিক মিয়া, টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. চাঁন মিয়া, লালুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি মো. মনিরুল ইসলাম, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রনি। গ্রেফতারকৃত অন্যান্যদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, ঊর্ধ্বতনদের নির্দেশে যৌথ বাহিনীর অপারেশন অব্যাহত রয়েছে। অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply