শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

মেজবাহ উদ্দিন মাননুঃ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতঘর পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার, ক্ষতিপুরণ ও নিরাপত্তা চেয়ে অন্তর্বতিকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের মাধ্যমে বুধবার রাতে এই আবেদন করা হয়েছে।
কাফি তার আবেদনে উল্লেখ করেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে ফ্রন্টলাইনে থেকে আন্দোলনকে তরান্বিত করেছেন। সর্বশেষ ধানমন্ডি ৩২ এ স্বৈরশাসকের গুমের আস্তানা ধ্বংসে জনগণের সাথে অংশ নিয়েছেন। যার কারণে স্বৈরশাসকের সহযোগিদের টার্গেটে পরিণত হন। যার ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুই টায় অজ্ঞাত স্বৈরাচারের সহযোগিরা ওত পেতে তার বসতঘর, রান্নাঘর, গরুর ঘরসহ আশপাশের সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে তার পরিবারের এমন সর্বনাশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কাফি আরো উল্লেখ করেছেন, আমার ঘরের মধ্যে থাকা চার মাস বয়সী বাচ্চা, চার বছর বয়সী ভতিজা, মা-বাবা, ভাই-ভাবি ছিল। সকলকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা রশি দিয়ে বেধে ঘরের চারদিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের সবাই কোনমতে দরজা ভেঙে প্রাণে বেচে যান। কিন্তু ঘরসহ সকল জিনিসপত্র, কাগজপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়।
কাফি প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে বলেন, আজ আমার বাড়ি পোড়ানো হয়েছে। কালকে আপনার বাড়ি যে পোড়ানো হবে না তার কোন গ্যারান্টি নাই। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধশীল হয়ে বলছি এ ঘটনার সাথে সম্পৃক্তদের আইনশৃঙ্খলাবাহিনী খুঁজে বের করতে সক্ষম হবেন। সেই সাথে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও সাধারণ জনগণের এবং ধানমন্ডি ৩২ এ যেসব বিপ্লবী জনতা ছিল তাদের নিরাপত্তা একান্ত প্রয়োজন।
সবশেষ কাফি এসব দাবি আগামি ৭দিনে পুরণের জন্য আল্টিমেটাম দিয়ে বলেছেন, এর মধ্যে দোষীদের ধরা না হয় কিংবা তার পুড়ে যাওয়া ঘর পুনর্গঠন না করা হয় তাইলে তিনি একা রাজপথে দাঁড়াবেন। একাই লড়ে যাবেন। প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দিবেন। এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, তিনি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে নুরুজ্জামান কাফির আবেদনটি ফরোয়ার্ডিং দিয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পৌছানোর কাজ শুরু করেছেন। বর্তমানে কাফির বাড়িতে সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় নুরুজ্জামান কাফি থানায় মামলা দায়ের করেছে। তাদের তদন্ত চলমান রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply