শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ তাতী লীগের সাধারণ সম্পাদক সজীব তালুকদার কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ, চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নৈশপ্রহরী হাফেজ সোলায়মান, ভুক্তভোগী জুলহাস, লাভলী বেগম, আজিজুর রহমান, বানাতিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার রুহুল আমিন, ইউনিয়ন যুবদল সভাপতি ইব্রাহিম, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আলমগীর হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, ১৬ই ফেব্রুয়ারি রাতে জুলহাসের বাড়ির চোরাই মাল সহ এলাকার চিহ্নিত দুর্র্ধষ চোর সজীব তালুকদারকে হাতেনাতে আটক করে গনধোলাই দিয়ে নৈশপ্রহরীর মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় জামিন নিয়ে এলাকায় এসে ক্ষতিগ্রস্ত জুলহাস সহ এলাকার কয়েকজনের নামে মিথ্যা মামলা করে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।
এ বিষয় অভিযুক্ত সজীব তালুকদার বলেন, আমি আওয়ামী লীগ করি। তাতী লীগের সাধারণ সম্পাদক। বিগত দিনে আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রাখায়, একটি রাজনৈতিক দল ক্ষিপ্ত হয়ে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে চোর হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে। আমাকে অত্যাচার নির্যাতনসহ নানাভাবে হয়রানি করছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply