শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে পর্যটন নগরী কুয়াকাটায় ১টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় কুয়াকাটা পৌরসভার সামনে পর্যটন ব্যবসায়ী, গনমাধ্যমকর্মী, পেশাজীবি, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ভাঙ্গা হইতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ীতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। পাশাপাশি কুয়াকাটা আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণের অংশ হিসেবে ৬ লেন রাস্তটি আমাদের প্রাণের দাবি।
বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নিমার্ণ করবে যার একটি পর্যটন নগরী কুয়াকাটায় করার জন্য জোড় দাবি জানাই।
এ সময় বরিশাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবায়েদুল হক চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের পেশাজীবি ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply