শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে এক চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ২০ এপ্রিল রাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে, বাদী জুয়েল হাওলাদারের বাড়ির পেছনের খালপাড় এলাকায়।
ঘটনার পর বাদীর অভিযোগের ভিত্তিতে কলাপাড়া থানায় একটি মামলা (মামলা নং-২০, তারিখঃ ২১-০৪-২০২৫) রুজু করা হয়। তদন্তের ধারাবাহিকতায় পুলিশ চারজন আসামিকে একটি গ্রাফি ও একটি দড়ি কাঁচিসহ মোঃ মুছা হাওলাদার( ২০), মোঃ হাবিব হাওলাদার (২৬), মোঃ তছলিম ( ৩০), মোঃ মিঠু হাওলাদার কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল কলাপাড়া থানার বালিয়াতলী ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়ির কুকুরের গর্ত থেকে চুরি যাওয়া আরও ১১টি গ্রাফি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply