বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় চা বিক্রি করে সংসার চলে বৃদ্ধ কমল মোল্লার। চান্দিনা ভিটা পাওয়ার আশায় ঘুরছেন দ্বারে দ্বারে। কমল মোল্লা (৭৫) হচ্ছেন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দকানী গ্রামের মোল্লা বাড়ির আবদুল মোতালেব মোল্লার ছেলে। দীর্ঘ বছর যাবৎ কমল মোল্লা উলানিয়া বালুর মাঠে টিনের বেড়া দিয়ে চায়ের দোকান করে আসছেন। বয়স হয়ে গেছে, এখন আর আগের মত কাজ করার শক্তি পান না কিন্তু সংসার আর অভাবের তাড়নায় তাকে এই দোকান করতে হচ্ছে। সামান্য ঝড় বৃষ্টি এলেই দোকান বন্ধ করে রাখতে হয়। সেই দিন সংসারের জন্য খাবার ক্রয় করতে পারেন না। কোন মতে এই ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন কমল মোল্লা। এ বিষয়ে কমল মোল্লা বলেন, কোন মতে টিনের বেড়া দিয়ে দোকান চালাই। ঝড় বৃষ্টির মধ্যে দোকান করা যায় না। তারপরও পরিবারের কথা ও মানুষের ভালোবাসার কথা চিন্তা করে এই দোকান চালাই। আমার এই দোকান বন্ধ হয়ে গেলে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তিনি আরও বলেন, সরকারিভাবে চান্দিনা ভিটার বন্দোবস্ত পেলে দোকান চালিয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবিকা নির্বাহ করতে পারব। এ বিষয়ে উলানিয়া বাজারের সভাপতি অবনী শীল, ইউপি সদস্য মো. আলমগীর মেম্বর বলেন, দীর্ঘ প্রায় ১৫ বছর পর্যন্ত কমল মোল্লা এই বাজারে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করছে। সে নিতান্ত গরীব মানুষ। চান্দিনা ভিটা বন্দোবস্ত পেলে তিনি ঘুরে দাড়াতে পারবেন। উলানিয়া বাজারের তহশীলদার মো. খলিল মিয়া বলেন, কমল মোল্লার তালিকায় নাম রয়েছে। সে গরিব মানুষ হওয়ায় ডিসিআরটি নিতে পারছেন না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থল পর্যবেক্ষণ এবং যাচাই বাছাই করে যারা প্রাপ্য তাদেরকে চান্দিনা ভিটার বন্দোবস্ত দেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply