বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করায় পটুয়াখালীর গলাচিপা নিজ এলাকায় ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির সভাপতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মঞ্চে এসে মিছিল শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খাঁন, সহসভাপতি আব্দুস ছালাম মৃধা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, প্রচার সম্পাদক মুশকিুকর রহমান রিচার্ড, উপজেলা যুবদলের আহবায়ক মো. শাহিন খন্দকার, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মিন্টু, সদস্য মোস্তাফিজুর রহমান মঈন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী জিন্নাহ,স্বেচ্ছাসেবক সদস্য সচিব ফজলুল হক শাকিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উদ্দিন পরাগ, সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply