শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক পৃথক মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে।
মামলা সুত্রে জানা গেছে, কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া পৌরসভার অফিস মহল্লায় অভিযান চালিয়ে টুলু প্যাদার পুত্র মোঃ মুছা প্যাদা (৩০) তার স্ত্রী মোসাঃ আখি বেগম (২৫) কে ১৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে মহিপুর থানা পুলিশ ১২ জুলাই রাতে কুয়াকাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ৫ লিটার চোলাই মদসহ মংচোয়ান রাখাইন স্ত্রী মাওখাইন (২৪) কে গ্রেফতার করেছে। এ ঘটনায় পৃথক পৃথক তিনটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে জেল কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply