কলাপাড়ায় ’বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড’র নির্ধারিত জায়গায় ঘর তুলতে গিয়ে বাঁধার মুখে পড়ে দূরে সরে যেতে বাধ্য হলেন কলাপাড়া হাসপাতালের হারবাল এসিসট্যান্ট জহির। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন বিটিসিএল কর্তৃপক্ষ। এদিকে, সম্প্রীতি কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা.তনিমা পারভীনের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ’ এমন খবর আপন নিউজ বিডি ডটকম সহ বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ায় অতিউৎসাহী জহির সাংবাদিক চঞ্চল সাহা’র বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হবে বলে তাকে হুমকি দেয়। সেই জহির বিটিসিএল’র জায়গায় ঘর তুলতে গেলে বিটিসিএল’র কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পড়ে। অবশেষে কেটে পড়ে তিনি। স্থানীয়রা বলছে, যত কাউর’র মলম ওই জহির। হালের চেয়ে হাটে বেশী। অবশেষে বিটিসিএল’র কলাপাড়া’র ইনচার্জ মো.রফিকুল ইসলাম ২৪ অক্টোবর জহির’র বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
Leave a Reply