শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:১০ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
নিবার্চন বাতিলের ষড়যন্ত্র ও অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ১৮নভেম্বর বুধবার কলাপাড়ার চাকামইয়া আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়নপত্র বিতরন, জমাদান প্রক্রিয়া সম্পন্ন অতপর সভাপতি পদে একজন মনোনয়ন জমা দিলে বিনা প্রতিদ্বন্দিতায় দাতা সদস্য মো. রেজাউল করিম কাজল মৃধা নির্বাচিত হন। সহ-সভাপতি পদে দুইজন মনোনয়ন সংগ্রহ, জমাদান শেষে মো. আলআমিন ও মোঃতাজুল ইসলাম ভোট যুদ্ধে অবতীর্ণ। ১৯নভেম্বর বাছাই ও মনোনয়ন প্রত্যাহার। ২২নভেম্বর প্রতিক বরাদ্ধ। ২৫নভেম্বর সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেছেন, নির্বাচন কমিশনার কাছিমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আনিপাড়া সঃপ্রাঃবিদ্যালয় ম্যানেজিং কমিটির সফল সভাপতি মো. মকবুল হোসেন, শিশুকল্যান সঃ প্রাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মাওলানা আ.কাদের এবং বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সভাপতি, মো. রেজাউল করিম কাজল মৃধা ও আনিপাড়া সঃপ্রাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. তৈয়বুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার আসন্ন পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেকুজ্জামান তারেক, এ্যাড. কাওছার হোসেন প্রমুখ।
১৯৭৩ সালে আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আলহাজ্ব মোক্তার হোসেন মৃধা জমিদান করে প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেন। তার সুযোগ্য কনিষ্ঠপুত্র মো. রেজাউল করিম কাজল মৃধা বিনা প্রতিদ্বন্দিতায় ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। মহামান্য রাষ্ট্রপতির গেজেট প্রজ্ঞাপনের বিধি অনুযায়ী সভাপতি পদের মনোনয়ন দাখিল করেছেন তিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply