বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৯:২২ অপরাহ্ন
মো.জুলহাস মোল্লাঃ
আন্তজার্তিক বেসরকারী উন্নয়নমূলক সংস্থা কারিতাস বরিশাল অঞ্চল সহযোগিতার কমিউনিটি বেইজড ভ্রাম্যমান কারিগরী প্রশিক্ষন প্রকল্প (CB-MTTP) সৈকত ভ্রাম্যমান কারিগরী প্রশিক্ষন স্কুল এর নির্বাচিত প্রশিক্ষনার্থীদের অভিভাবক অবহহিতকরন সভা ও দুইটি ট্রেড উপর প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
রবিবার (৫ জানুয়ারী) বেলা ১১টায় টিয়াখালীর নাচনাপাড়ায় কারিতাস ঘূর্নিঝড় অাশ্রয় কেন্দ্রে উপজেলার টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমমান শিমু প্রধান অতিথি থেকে ছয় (৬) মাস ব্যাপি টেইলারিং ও অটোমেকানিক এই ট্রেড প্রশিক্ষনের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন, CDO উচোম্যান, টেনসু, কারিতাস বরিশাল অঞ্চল থেকে মোঃ আলী আক্কাছ, সংবাদকর্মী মো. জুলহাস মোল্লা, স্থানীয় বাফ্রু মাতুব্বর ও নাজমিন বেগম ও প্রশিক্ষনের প্রধান মো. নাউফুল হক বিশ্বাস।
উদ্বোধন সভায় সভিপতিত্ব করেন ইউপি সদস্য আঃ ছোবাহান বিশ্বাস।
কারিগরী দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে এই দুইটি (২)টি ট্রেড উপর এই প্রশিক্ষন চলবে জানুয়ারী টু জুন ২০২০ইং।
এই দুইটি ট্রেড এর জন্য টেইলারিং সেকশনে ছাত্রী থাকবে ১৪ জন ও অটোমেকানিক সেকশনে ছাত্র থাকবে ১২ জন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply