কলাপাড়ায় হাতে লিখা কমিউনিটি পত্রিকা “আঁন্ধারমানিক” এর সম্পাদক শ্রমজীবী মো. হাসান পারভেজ কে একটি কম্পিউটার ও একটি প্রিন্টার দেওয়ার ঘোষণা দিলেন বাংলা ভিসনের সিনিয়র রিপোর্টার কলাপাড়ার সন্তান মো.মহিবুল্লাহ মুহিব।
গত পহেলা মে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু।
সেই থেকেই হাসান পারভেজের প্রচেষ্টায় পত্রিকাটি গ্রামে আলোড়ন তুলেছে।
এ ব্যাপারে হাসান বলেন, পত্রিকাটি দ্বিমাসিক করা হয়েছে। গত পহেলা নভেম্বর ২০১৯ এর তৃতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে।
শ্রমজীবী এই উদ্দ্যম চেতনার হাসান কে নিয়ে গত ১৬ ডিসেম্বর এফবিতে নিউজ করেন কলাপাড়ার মোঃ মনির আকন তুহিন।
বিষয় টি ফেইসবুকের মাধ্যমে নজরে আসে বাংলা ভিসনের সিনিয়র রিপোর্টার মো. মহিবুল্লাহ মুহিবের। তিনি হাতেলিখা পত্রিকা দুঃসহ কষ্টার বলে মন্তব্য করেন। তাই তিনি শ্রমজীবী হাসানকে একটি কম্পিউটার ও একটি প্রিন্টার দেয়ার কথা এফবিতে প্রকাশ করেন।মো. মহিবুল্লাহ মহিব কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের আবদুল কুদ্দুস হাওলাদারের ছোট ছেলে।
Leave a Reply