শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ
সাংবাদিকতা পেশা কখনোই চাকুরির সাথে তুলনার নয়। সম্মানের জায়গা। সমাজ সেবার অপূর্ব সুযোগ রয়েছে এখানে। দেশ ও জাতিকে দিক নির্দেশনাসহ উন্নয়নে ভূমিকা রাখছেন সাংবাদিকরাই। এসে প্রতিনিধি স্লোগানকে নিয়ে শনিবার (৬ মার্চ) ‘দৈনিক আমাদের কণ্ঠ’ জমকালো আয়োজিত প্রতিনিধি সম্মেলনে আমন্ত্রিত দেশ বরেণ্য ব্যক্তিবর্গ এ অভিমত ব্যক্ত করেন। ঢাকার অদূরে পূর্বাচল ক্লাবে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে দৈনিক আমাদের কন্ঠের বিভাগীয় ব্যুরো চিফসহ জেলা ও উপজেলা পর্যায়ের তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। দিনব্যাপী জমকালো এ অনুষ্ঠান শুরু হয় বিভিন্ন ধরনের খেলার ইভেন্টের মাধ্যমে। আগন্তুক প্রতিনিধিসহ দৈনিক আমাদের কন্ঠের সকল স্টাফ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আনন্দ উচ্ছ্বাস আর বিনোদনের এ পর্ব চলে দুপুর পর্যন্ত। মধ্যাহৃভোজের পরে শুরু হয় মূল অনুষ্ঠান। সেখানে বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা তাদের বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেন। দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোজাহারুল হক শহিদ। বিশেষ অতিথি ছিলেন রুপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা ও পূর্বাচল ক্লাব উন্নয়ন পরিচালক শাহ আলম। বক্তব্য রাখেন নগর সম্পাদক এইচ এম জালাল আহমেদ ও চিফ রিপোর্টার হাসান-উজ-জামান। বক্তব্য রাখেন, মফস্বল সম্পাদক রাসেল রেজা, বিশেষ প্রতিনিধি সৈয়দ ফজলে রাব্বী ডলারসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোজাহারুল হক শহিদ বলেন, দৈনিক আমাদের কন্ঠকে দেশব্যাপী পরিচিতি পেতে প্রধান ভূমিকা রেখেছে মফস্বল সাংবাদিকরা। হক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আমাদের কন্ঠের সাথে মিডিয়ায় নতুন করে যুক্ত হতে চলছে স্যাটেলাইট টেলিভিশন এইচ টিভি। এইচ টিভি ইতিমধ্যে অনুমোদনের ছাড়পত্র পেয়েছে। এটিকেও জনগণের দোড়গোড়ায় নিয়ে যেতে তিনি প্রতিনিধিদের প্রতি আহবান জানান। একইসাথে তিনি বলেন, দৈনিক আমাদের কন্ঠ ১২ পৃষ্টায় উন্নিত করার পরিকল্পনার বাস্তবায়নের চিন্তভাবনা চলছে। শীঘ্রই এ ব্যাপারে পরিচালনা সভায় সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বিশেষ অতিথি ফেরদৌসী আলম নিলা বলেন, সাংবাদিকতা চাকুরির মতো সাধারণ পেশা হিসেবে অভিহিত করা যায় না। কারন সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশাটি খুবই সম্মানের। কোনো অর্থ দিয়ে সাংবাদিকতা পেশাকে পরিমাপ করা যাবে না।সভাপতির বক্তব্যে আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় পত্রিকাটিকে সম্মানের জায়গায় আনতে সক্ষম হয়েছি। আমার ধ্যান-জ্ঞান, চিন্তা চেতনা সবই পত্রিকাটিকে ঘিরে। সংশ্লিষ্ট সকলকে আরো বস্তুনিষ্ট সংবাদ প্রেরনের অনুরোধ জানাই। এজন্য যা কিছু করনীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরন করা হবে। ইতিমধ্যে সকলের হাতে কর্পোরেট মোবাইল সিম প্রদান করা হয়েছে। প্রতিনিধিদের প্রতিমাসে সম্মানী দেয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে সকলের হাতে ব্যাগ ভর্তি বিশেষ গিফট তুলে দেন নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ। সময় স্বল্পতার কারনে একাধিক নৃত্য শিল্পী ও গায়ক উপস্থিত থাকা সত্বেও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে না পারায় তিনি দু:খ প্রকাশ করেন। তবে আগামীদিনে আমাদের কন্ঠের পরিবারের সকল সদস্যদের নিয়ে দু’দিন ব্যাপী অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply