দশ বছরে কুয়াকাটার আমূল পরিবর্তন এসেছে | আপন নিউজ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতি হবে আগামী ৫জুন গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরগী ব্যবসায়ীকে মা’রধ’র গলাচিপায় অপার সম্ভাবনাময় সু-স্বাদু মুগডাল যাচ্ছে জাপানে গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে ভয়ংকর ‘টর্পেডো’ খালে ভেসে আসায় জনমনে আতঙ্ক এক পায়ে লাঠি ভর করে প্রথম ভোট দিতে পেরে খুশি শারীরিক প্রতিবন্ধী আখিনুর আমতলীতে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে একজনের এক মাসের দন্ড কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত আমতলী সদর ইউপি নির্বাচনে শেষ সময়ে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা; জরিপে এগিয়ে মোতাহার আমতলী একে স্কুল মহাসড়ক থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
দশ বছরে কুয়াকাটার আমূল পরিবর্তন এসেছে

দশ বছরে কুয়াকাটার আমূল পরিবর্তন এসেছে

ফরাজী মো.ইমরানঃ

গৌতম সাহা। চিত্রনাট্য জগতের এক পরিচিত নাম। বর্তমানে কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ‘পাগলা হাওয়া’ ও ‘মকবুল’সহ প্রায় অর্ধশতাধিক নাটকে পার্শ্বভীনেতা হিসেবে কাজ করেছেন। শুক্রবার সন্ধ্যায় এই অভিনেতা কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশের বেঞ্চিতে বসেছিলেন। এমন সময় ক্যামেরা হাতে তার পাশ দিয়ে যাচ্ছিলেন আমাদের প্রতিবেদক। গৌতম সাহাকে দেখে চিনে ফেলায় প্রতিবেদকের সঙ্গে আলপচারিতায় পরিচয় হয় তাদের মধ্যে। গৌতম সাহা বলেন, ১০ বছরে কুয়াকাটার আমূল পরিবর্তন এসেছে। দশ বছর আগে তিনি কুয়াকাটায় এসেছিলেন। তখন এমন উন্নত ছিলনা। মাওয়াসহ ৭/৮ টা ফেরি পার হয়ে এসেছিলেন কুয়কাটায়। অনেক সময়ও লেগেছিলো এবং বিরক্ত বোধও হয়েছিলো। এবার আসতে কোন সমস্যা হয়নি। রাত দশটায় নারায়নগঞ্জ থেকে এসি বাসে উঠেছেন। ভোর চারটায় এসে পৌছেছেন কুয়াকাটায়। তারা ১৩ জন বন্ধু মিলে বেশ হৈ-চৈ এর মধ্যেই পৌঁছেছেন কুয়াকাটায়। মূল কথা যোগযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। আলাপচারিতায় তিনি জানান, কুয়াকাটার সার্বিক পরিবেশ মোটামুটি ভালো। তিনি চর বিজয়, ফাতরার বন, লেম্বুর চর ও শুটকি পল্লীসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরেছেন। তার বেশ ভালই লেগেছে। তবে কুয়াকাটা সৈকতের ব্যবস্থাপনা তার বেশি একটা ভালো লাগেনি। যততত্র ময়লা আবর্জনায় ভরা সৈকত। বিশেষ করে ফিস ফ্রাই এলাকায়ই মাছের অবশিষ্ট অংশে ভরা। এছাড়া সৈকতের বেশ কয়েকটি স্থান থেকেও ময়লা পানির দুর্ঘন্ধ পেয়েছেন। সবচেয়ে বেশি বিরক্ত বোধ করেছেন সৈকতে মটোরসাইকেল চালক এবং ক্যামেরাম্যানদের আচরনে। তবে সৈকতের নির্মল হাওয়া এবং সাগরের শো-শো শব্দ তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে তিনি সবচেয়ে বেশি উপভোগ করেছেন কুয়াকাটা সৈকতের পূর্ব পাশের বালিয়ারিতে বালু দ্বারা তৈরী বঙ্গবন্ধুর ভাষ্কর্য দেখে। এছাড়া সূর্যদয় সূর্যাস্তের মনোরম দৃশ্য তিনি কোন দিন ভুলতে পারবেননা বলেও জানান। ভালো লাগা থেকে তিনি এক পর্যায় বলেই ফেলেন, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কুয়াকাটার সৈকত অনেক ভালো। তবে সী-বিচের পরিবেশ আরো সুন্দর করতে তিনি কুয়কাটা পৌরসভাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!