রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নরমাদাবেন মোদির। মঙ্গলবার (২৭ এপ্রিল) আহমেদাবাদের একটি হাসপাতালে নরমাদাবেন মারা যান। ৮০ বছর বয়সী নরমাদাবেন আহমেদাবাদের নিউ রানিপ এলাকায় সন্তানদের সঙ্গে বসবাস করতেন।
প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি বলেন, আমাদের কাকিমা নর্মদাবেন ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হন। করোনার কারণে তার শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। আজ তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, নরেন্দ্র মোদির বাবা দামোদরদাসের ছোট ভাই জগজীবনদাসের স্ত্রী ছিলেন নরমাদাবেন। অনেক আগে মারা গেছেন জগজীবনদাস।
দেশটির স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৩ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে দুই হাজার ৭৭১ জনের। এই নিয়ে এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৯৪ জনে। সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লাখ ৮২ হাজার ২০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ২০৯ জন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply