কলাপাড়ায় আশ্রয় কেন্দ্রে পুত্র সন্তান প্রসব | আপন নিউজ

রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক সংলাপ গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ কলাপাড়ায় মুরগীসহ পালনের উপকরণ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক সংস্থা আমতলী সরকারী কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কলাপাড়ায় স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ
কলাপাড়ায় আশ্রয় কেন্দ্রে পুত্র সন্তান প্রসব

কলাপাড়ায় আশ্রয় কেন্দ্রে পুত্র সন্তান প্রসব

কলাপাড়ায় আশ্রয় কেন্দ্রে পুত্র সন্তান প্রসব

চঞ্চল সাহা, বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় বুধবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ আশ্রয় নিতে গিয়ে মোসা.সানজিদা বেগম নামে এক গৃহীনি একটি পুত্র সন্তান প্রসব করেছে । ”ইয়াস” এর নাম অনুসারে এলাকাবাসী নব-জাতকের নাম রাখার অনুরোধ করলেও মূলতঃ স্থানীয় মুরুব্বীদরে দাবীর কারনে ওই নামটি এড়িয়ে তার নাম রাখা হয় মো.বেল্লাল হোসেন। সানজিদা বেগম চান্দুপাড়া গ্রামের নুর আলম শরীফের স্ত্রী। পূর্নিমা এবং ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়ে যায়। মানুষ কাছাকাছি আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নেয়। বুধবার সকালে সানজিদা সহ তার পরিবারের সদস্যরা আশ্রয় নেয় চান্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। দুপুরের দিকে প্রসব বেদনা শুরু হয় সানজিদা’র। কিছু সময়ের মধ্যে সানজিদা একটি পুত্র সন্তান জন্ম দেয়। বিষয়টি জানাজানি হলেও বানভাসি মানুষও দেখতে আসে ওই শিশুটিকে। বর্তমানে মা ও নব-জাতক সুস্থ আছে।
সানজিদার স্বামী মো.নূর আলম শরীফ জানান, সকাল থেকে জোয়ারের পানি বাড়তে থাকায় তারা পাশাপাশি চান্দুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন। কিছু সময়ের মধ্যে সানজিদার প্রসব বেদনা শুরু হয়। ক্ষনিকের মধ্যে সন্তান প্রসব করে সানজিদা।

লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাস জানান, শিশু প্রসবের কথা শুনেই তিনি ঘটনাস্থলে ছুটে যান। তার সাধ্যমত সাহায্য সহযোগীতা করছেন বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সর চিকিৎসক ডা.জুনায়েদ হোসেন লেলিন জানান, নব-জাতক ও মা দু’জনেই ভাল আছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!