শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:১৪ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্ট।। করোনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের সাবেক সভাপতি ও ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মাষ্টার মৃত্যুবরণ করেছেন।
তিনি বুধবার (৩০ জুন) বিকেল ৫ টা ২৫ মিঃ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি গত ২২ জুন তারিখ থেকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
কলাপাড়া স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে (৩০ জুন পর্যন্ত) এখানে আইসোলেশনে আছেন ৬৬ জন। করোনায় মৃত্যুর সংখ্যা-১১ জন এবং করোনা উপসর্গ নিয়ে মৃত হয়েছে-৫ জনের।
এছাড়াও নতুন আরও ৫ জন করোনায় আক্রান্ত হন। এরা হলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের মোল্লা ইউসুফ ইমতিয়াজ (৩০), উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের কল্পনা (৪৫), কলাপাড়া পৌর শহরের রহমতপুর রমেশ চন্দ্র হাওলাদার (৬৫), CHCP, বাদুরতলী সিসি’র বিকাশ চন্দ্র দাস (৪১) ও কালাম (৪৫) আওরাবুনিয়া,কাঠালিয়া, ঝালকাঠী।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply