বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন
রিপোর্টঃ ইমাম হোসেন হিমেলঃ
দীর্ঘ কয়েক দিন থেকেই ঝগড়া বিপদ মারামারী কাটাকাটি করে আসছে বাবা ছওার ফরাজী, তার দুই ছেলে বড় ছেলে নুরইসলাম ফরাজী ও ছোট ছেলে মোখলেছুর ফরাজী দীর্ঘ দিন ধরে তাঁদের মাঝে খুব খারাপ সম্পর্ক ছিলো মারামারী কাটাকাটি তাদের পেশায় পরিনিত হয়েছে আর তার মাশুল গুনতে হত বাবা ছওার ফরাজীর দীর্ঘ দিন যাবত দুই ছেলেকে এক করার অনেক চেষ্টা করেছেন বৃদ্ধা বাবা, তাই তিনি অনেক চেষ্টা করেছেন তাদের ভালো একটা সম্পর্কের জন্য কিন্তু বৃদ্ধা প্রতিবার ব্যার্থ হয়েছেন, দীর্ঘ দিন আগে বড় ভাই ছোট ভাই মোখলেছুর ফরাজীকে মারাত্মক ভাবে যখম করেন এই নিয়ে দুই ভাইয়ের বিতারে মামলা হয় একপর্যায়ে, স্থানীয় ফয়সালায় উভয় পক্ষই রাজি হন বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির ও এলাকার গন্যমান্য বাক্তিরা তাদের বিতারে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করেন এক পর্যায়ে সফল হন তাদের বিতারে সব বিবেক বিবেচনা করেন এবং ছেলেরা এসে বাবার পা ধরে ক্ষমা চান, ঠিক তখনি অনেক সৃতি ভেসে ওঠে বৃদ্ধা ছওার ফরাজীর সাথে সাথে স্টক করেন শালিশের মাঝে, সাথে সাথে ডাক্তারের উদ্দেশ্য রওনা হন পাঁচ মিনিট পড়ে ডাক্তারে কাছে যেতে যেতে ইন্তেকাল করেন। এসময় চেয়ারম্যান হুমায়ন কবির দুঃখ প্রকাশ করেন
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply