বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গলাচিপায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্ট (গলাচিপা-দশমিনা) ২০২১ এর লোগো উম্মোচন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়াসংস্থার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লোগো উম্মোচন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মু. মামুন আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বাকার শিবলী, সাবেক ফুটবলার পদ পাল, মু. মাঈনুল আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ।
জানা গেছে, আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply