শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৬ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলার পেশাজীবি নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী মতবিনিময় করেছেন।
উপজেলা আওয়ামী ভবনে ২৪ নভেম্বর সন্ধ্যা সাতটায় নৌকা মার্কা সমর্থনে বিভিন্ন পেশাজীবি সংগঠনে নেতৃবৃন্দের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেন।
এ সভায় অংশ গ্রহণর মাধ্যমে উপজেলার আইনজীব সমিতি, ব্যবসায়ী সমিতি, শিক্ষক সমিতি, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে প্রধান অতিথিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। মতবিনিময় অংশ নেওয়া সংগঠনে নেতৃবৃন্দ নৌকা মার্কার মেয়র প্রার্থী আহসানুল হক তুহিন এর বিজয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব বলেও আশ্বস্ত করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এর সাবেক তথ্য উপদেষ্টা, অবজারভার পত্রিকার সম্পাদক ও ডিভিসি টিভি চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। তাঁর সাথে সফর সঙ্গী ছিলেন ভারতের বহুভাষী সংবাদসংস্থা হিন্দুস্থান সমাচারের বাংলাদেশ প্রতিনিধি কিশোর কুমার সরকার। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. সাহিন শাহ, জেলা আওয়ামী লীগের নেতা কাশীনাথ দত্ত, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন আর রশিদ, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির সহ নেতা-কর্মী পেশাজীবি সংগঠন সদস্যরা উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply