বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন
সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করলেন পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)।
বৃহস্পতিবার বেলা ৩টায় কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করেন। গলাচিপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, শিক্ষা বান্ধব সরকার শেখ হাসিনা সরকার, স্কুলটির ভবণের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলাম। দেশকে এগিয়ে নিতে শিক্ষিত জাতির কোন বিকল্প নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শতভাগ শিক্ষার আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’এর নব নির্মিত ভবণের শুভ উদ্বোধন করা হয়েছে। এ ধারা চলমান থাকবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply