কলাপাড়ায় জামাই ও শ্বশুরের মধ্যে সংঘর্ষে দুই জনই রক্তাক্ত জখম হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাতা বাবু (২২) ও তার স্ত্রী মাহফুজা বেগমের মধ্যে পরকীয়া প্রেমের সন্দেহ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ঝগড়া চলছিল। একপর্যায়ে বুধবার দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের উপর প্রেমের সন্দেহ নিয়ে ঝগড়া চলে। এমন সময় শ্বশুর জাহাঙ্গীর ও শ্যালক মাফুজ এসে জামাতার উপর হামলা করে জামাতা শ্বশুর উপরও হামলা চালায়। এতে দুই জনই রক্তাক্ত জখম হয়।
স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply