শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ার চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট এর উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) সকাল ১০ টায় চাকামইয়ার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই সংবর্ধনা, সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিটের প্রধান উপদেষ্টা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন, গামুরীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হক আজাদ, বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মোতালেব সিকদার, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কমলেন্দু হাওলাদার, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন আহমেদ, উত্তর চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসেন, চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট এর পৃষ্ঠপোষক কে এম মাসুদ রানা, সাবেক সভাপতি নাদিম মাহমুদ চয়ন প্রমূখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট এর পৃষ্ঠপোষক মাসুম বিল্লাহ।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ছিলেন আসাদুল ইসলাম, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান।
এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন স্কুলে শিক্ষার্থী ও চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ, শিক্ষা ঐক্য কল্যাণ এর স্লোগানকে সামনে রেখে গত ২০১০ সালে চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট এর সংগঠন আত্মপ্রকাশ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply